শিরোনাম

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় পটুয়াখালীতে বাস বন্ধ

Views: 59

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে ঢাকা-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দুপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএস নুরুল আখতার নিলয় অভিযানে নামেন। এসময় ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ায় রুদ্র-তূর্য পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বাস আড়াআড়ি করে ঢাকা-কুয়াকাটা সড়কে যানবাহন চলচল বন্ধ করে দেন।

আরো পড়ুন : বরগুনায় মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেফতার

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ঈদের সময় হওয়ায় যাত্রী চাপ বেশি। সে কারণে কিছু বাসে দাঁড়িয়ে যাত্রী যাচ্ছে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে প্রতিটি গাড়িকে ১০ হাজার টাকা করে জরিমানা করছেন। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছে পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে যাচ্ছে। আমরা বিষয়টি দেখছি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *