বরিশাল অফিস :বরিশালের আগৈলঝাড়ায় পাঁচ সহপাঠীর ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ছয় সহপাঠী ছাত্রীরা। এ ঘটনায় নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা একাধিকবার বৈঠকে বসলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিচার নিয়ে দেখা দিয়েছে দ্বিধা-বিভক্সত্রে জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল মাহামুদ বখতিয়ার, মাহাফুজ হাওলাদার, আকাশ বখতিয়ার, নাইম বখতিয়ার ও জিহাদ বখতিয়ারস তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একই বিদ্যালয়ের ৬ সহপাঠী ছাত্রীরা।
অভিযোগকারী ছাত্রীরা জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই বিদ্যালয়ের ছাত্ররা তাদের (ছাত্রীদের) উত্যক্ত, প্রেমের প্রস্তাবসহ যৌন হয়রানি করে আসছিল। উত্যক্তকারী ওই ছাত্রদের বিরুদ্ধে বিচারদাবীতে প্রধান শিক্ষক বিভুতি ভুষণ সরকারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা একাধিকবার শালিস বৈঠকে বসলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগকরা পর খেবে আমরা অতঙ্কে কয়েছি।
এব্যাপারে প্রধান শিক্ষক বিভুতি ভূষণ সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে একাধিকার ম্যানেজিং কমিটি সদস্যদের নিয়ে সমাধানের জন্য বসলেও দ্বিধা-বিভক্তির কারণে সিদ্বান্ত নেওয়া যায়নি। পুনরায় বসা হবে।
এঘটনায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর সরদার বলেন, অভিযুক্তদের অভিভাবদের সামনে বসে তাদের বিচার করা হবে। আমারা দ্রুত এর একটা সমাধার করবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি প্রধান শিক্ষক বিভুতি ভূষণ সরকার আমাকে জানায়নি। আমি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। আমি এর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।