শিরোনাম

পটুয়াখালীতে বিরোধপূর্ণ জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ নিয়ে সংঘর্ষ

Views: 48

মো:আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে বিরোধপূর্ণ জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের পিডিএসএ মাঠে রোববার এ ঘটনা ঘটে। এতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনম আমিনুল হক মামুন ও জমির মালিকানা দাবিদার নাসির তালুকদারসহ ৬ জন আহত হয়েছেন। পরে সদর উপজেলা ইউএনও ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় আমিনুল হক মামুন থানায় জিডি করেছেন। নাসির তালুকাদারও থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

সদর থানার এসআই ইমরান খান বলেন, এ সংক্রান্ত একটি জিডি হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনম আমিনুল হক মামুন জিডিতে উল্লেখ করেন, ৫ কোটি ২৬ লাখ টাকায় ব্যয়ে শহরের পিডিএস মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাধারণ সম্পাদক হিসাবে আমি রোববার দুপুরে কাজ পরিদর্শনে যাই। এ সময় মো. নাসির তালুকদার ও সুজনসহ অজ্ঞাতনামা লোকজন তাকে কিল-ঘুসি, চড়-থাপ্পড় দিয়ে আহত করেন। প্রকল্পস্থলে যেতে নিষেধ করে হুমকি দেওয়া হয়েছে।

এদিকে বিরোধপূর্ণ জমির মালিক পক্ষের মো. নাসির তালুকদার বলেন, উল্লিখিত জমি নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমির সীমানা জটিলতা মীমাংসা না করে অবকাঠামো নির্মাণ করা হয়। যে ঘটনায় ইতঃপূর্বে জেলা প্রশাসনসহ ৫ কর্মকর্তাকে আদালত তলব করেছিল। কিন্তু জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ বিষয়টির নিষ্পত্তি না করে কাজ করছেন। পরে জেলা প্রশাসকের সিদ্ধান্ত ও সমন্বয়ে আমরা উন্নয়ন কাজের সম্মতি দেই। আমিনুল হক মামুন কোনো কিছুর তোয়াক্কা না করে আমাদের সীমানায় ঢুকে আমাদের স্থাপনা ভেঙে দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *