বরিশাল অফিস : পুলিশ ডিউটি শেষে শেষরাতে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে আবদুস ছালাম বেপারী (৬০) নামের এক ইজিবাইক চালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে জেলার বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া নামকস্থানে। নিহত ছালাম বেপারী উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের মৃত আবদুল কাদের বেপারীর ছেলে।
জানা গেছে, থানা পুলিশের রাতের ডিউটি শেষ করে ছালাম বেপারী রোববার শেষ রাতে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া নামকস্থান অতিক্রম করছিলেন। এ সময় স্থানীয় আলমগীর ও আবদুর রবসহ ১০/১৫ জনের একদল লোক ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে ইজিবাইকের সামনের গ্লাসে আঘাত করা হয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ওই এলাকার আলমগীর, আবদুর রব ও নাঈমসহ বেশ কয়েকজন মিলে কোন কিছু না শুনেই চোর সন্দেহে ছালাম বেপারীকে অমানুষিক নির্যাতন করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছালাম বেপারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারধরের সময় বৃদ্ধ ছালাম হামলাকারীদের কাছে প্রাণভিক্ষা চেয়ে করুন আকুতি জানিয়ে বলেন, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। তোমরা থানায় খবর নেও তবুও আমাকে মেরো না। কিন্তু হামলাকারীরা তার কোন কথা না শুনেই অমানুষিক নির্যাতন করতে থাকে। এ সময় ছালাম বেপারী সবার কাছে একটু পানি চেয়েও পাননি।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে হামলাকারী আবদুর রব, এমরান হোসেন ও আল-আমিন নামের তিনজনকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, সোমবার দুপুরে নিহত ছালাম বেপারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আল-আমিনের দাবি, তিনি হামলাকারীদের হাত থেকে ইজিবাইক চালক ছালাম বেপারীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।