Views: 35
বরিশাল অফিস: বরিশালের গৌরনদী উপজেলায় রান্নাঘর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাথী আক্তার একই গ্রামের আলামিন সরদারের স্ত্রী।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।