বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় বসত বাড়ির পুকুরে মিললো অন্তত আড়াই কেজি ওজনের দেশীয় প্রজাতির তেলাপিয়া মাছ। শুক্রবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনিছল হক মিয়া বাড়ির পুকুর থেকে ওই মাছটি ধরা হয়।
ওই বাড়ির বাসিন্দা সাংবাদিক অপু হাসান বলেন, আমাদের বাড়ির পুকুরটি বহু পুরনো। বিভিন্ন সময় আমাদের আত্মীয়-স্বজনরা এই পুকুরটিতে নানা প্রজাতির মাছ ছাড়েন। বছরের বিভিন্ন সময় ওই পুকুর থেকে মাছ ধরা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার পুকুরটিতে মাছ ধরতে গেলে জালে অন্যান্য মাছের সঙ্গে প্রায় আড়াই কেজি ওজনের দেশীয় প্রজাতির একটি তেলাপিয়া মাছও ধরা পড়ে। মাছটি ধরার পর নিজেদের খাওয়ার জন্য রেখে দিয়েছি। পুকুরটিতে এ ধরনের আরো বেশ কিছু মাছ রয়েছে।