বরিশাল অফিস :: মাঠ ভরা কাচা ও পাকা ইরি-বোরো ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা বরিশাল জেলার উজিরপুরের কৃষকরা। নানা প্রতিকুলতার মধ্যেও চলতি বছরে বরিশালের উজিরপুর উপজেলাজুড়ে ইরি-বোরো ধানের অধিক ফলনে প্রন্তিক কৃষকরা বেশ উৎফুল্ল।
যে দিকে চোখ যায় সেদিকেই মাঠ ভরা ধান আর ধান। এ বছর সোনালী ফসলের বাম্পার ফলনে প্রন্তিক কৃষকদের চোখে মুখে অনন্দের বন্যা বইছে। ধান কাটার মৌসুম শুরু হতে না হতেই কৃষকদের আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে । আবার অনেকের ঘরে উঠেছে নতুন ধান। উপজেলার বিভিন্ন এলাকায় এখন ইরি-বোরো ধান কাটার কাজে নিয়োজিত দিনমজুরের সংকট দেখা দিয়েছে। সংকটের কারন হচ্ছে তাপদাহ। বাঙালির সেই চিরচেনা রুপ নতুন ধানের উৎসবের সূচনা হয় নানা ধরনের পিঠায়। আর সেই ধানের বাম্পার ফলনে কৃষক,কৃষাণীদের এখন মুখে হাসির ঝিলিক। চলতি বছর উজিরপুরে ১৩হাজার ৩শ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে।
উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় লক্ষ্যমাত্রা ৬৬ হাজার ৫শ মেট্রিক টন ধান। চলতি বছর বেশী ফলনের আশা করছে কৃষিবিভাগ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩শ মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষকা বেশ সচেতন ও কৃষিবিভাগের পরামর্শের কারনে ধানে পোকার আক্রমন ছিলো কম। সেচ দিয়ে পর্যাপ্ত পানি দেয়ায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন , উজিরপুরের বিভিন্ন এলাকার মাঠজুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে। এর প্রধান কারন হচ্ছে কৃষকদের সচেতনতা ও কৃষি বিভাগের পরামর্শগুলো কাজে লাগানো।
উপজেলার সাতলা এলাকার প্রান্তিক কৃষক বসন্ত হালদার বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে তার এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে । কয়েকদিন আগে হঠাৎ মন্দা হওয়ায় তার সহ অনেক কৃষকের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়বে কৃষকরা।
শিকারপুর এলাকার কৃষক আরিফ হোসেন বলেন, তার জমিতে ধানের ফলন ভাল হয়েছে। তাবে ধান কাটার শ্রমিক নিয়ে তিনি চিন্তিত। উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস বলেন, উজিরপুর উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশী হয়েছে।