শিরোনাম

বৃষ্টি চেয়ে বাউফলে ইসতিসকার সালাত, অংশ নিলেন এমপি আসম ফিরোজ

Views: 56

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় বৃষ্টির জন্য ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মুসুল্লির সঙ্গে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি ইসতিসকার সালাত আদায় করেন।

এ সময় সমবেত মুসুল্লিরা তওবা করে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।

সালাতে ইমামতি করেন শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান।

আরো পড়ুন : দুমকিতে বৃষ্টি কামনায় ইস্তিকার নামাজ আদায়

খুতবা পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব অধ্যক্ষ ড. মো. হাবিবউল্লাহ এবং মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান।

মুসুল্লিরা জানান, কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকূল। শুক্রবার ডিজিটাল ডিভাইসে বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। তাপদাহে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সূর্যের তাপের কারণে মুগডালসহ রবিশস্য তুলতে পারছেন না কৃষকরা।

গরমের কারণে ডায়রিয়াসহ নানা রোগবালাই বেড়ে চলছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *