Views: 30
বরিশাল অফিস :: ভোলার পৃথক স্থানে পানিতে ডুবে ইয়াসিন (৬) ও মিনজু আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
মৃত ইয়াসিন ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের শাহিনের ছেলে। অন্যদিকে, মিনজু আক্তার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের শফিকের মেয়ে।
মৃতদের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ওসি মনির হোসেন ও দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।