বরিশাল অফিস:: বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় তাপদাহে নির্বাচনী প্রচারনা গিয়ে হিট ষ্টোকে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার ( ২৭ এপ্রিল) দুপুর ৩ টার দিকে তার মৃত্যু হয় বলে বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার জানিয়েছেন।
মৃত রিয়াজুল ইসলাম (৪২) উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার বলেন, সাবেক সংরক্ষিত সদস্য পারভীন তালুকদার দুপুরে কলসকাঠি বাজারে আসেন। এ সময় নেতাকর্মীরা তার সাথে দেখা করেন। তার সাথে দেখা করে বাসায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রিয়াজুল ইসলাম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলস কাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার খান সাংবাদিকদের জানান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সাথে কলসকাঠীতে গণ সংযোগে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। প্রখর রৌদ্রের মধ্যে হিট স্ট্রোক করেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সেহতাব আহসান বলেন, রোগী হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা গেছে। রোগীর হিষ্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারনা করছি হিট ষ্টোকে মৃত্যু হয়েছে। এছাড়াও অন্য কোন ক্লু পায়নি।