শিরোনাম

কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

Views: 47

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পানিতে পড়ে মো. শাকিল (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্দারমানিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

দুর্ঘটনার সময় কলাপাড়া পৌরসভার কেরামত আলী খান মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে চারজন শ্রমিক কর্মরত ছিলেন।

আরো পড়ুন : এক ফসলি জমি চার ফসলিতে রূপান্তর

ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছে জাহাজটি নোঙ্গর করার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিক ছিটকে পানিতে পড়লে বাকি তিনজন শ্রমিক তাকে খোঁজার চেষ্টা করে, না পেয়ে আমাদের খবর দেয়।

তিনি আরো বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের একটি টিম অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিস পায়নি। রাত হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা বিঘ্নতা ঘটেছে। তবে সকালে পটুয়াখালী থেকে ডুবুরি আসছে, তাদের সহযোগিতা নিয়ে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *