পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পযন্ত।
সকাল থেকেই ভোটাররা উৎসহব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে চলে আসেন। প্রচন্ড গরম ও রৌদ্র উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ভোটারদের।
দুটি ইউনিয়নে ব্যালোট এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ইউনিয়ন দুটিতে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ২শ’ ৯০ জন।
এর মধ্যে কমলাপুর ইউনিয়নে ১৯ হাজার ৮৪৫ জন এবং ভূরিয়া ইউনিয়নে ৮ হাজার ৪৪৫ জন।
কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।
অন্যদিকে পাশের ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।
আরো পড়ুন : কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ
ভোটের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন রেব, ৯ টি স্টাইকিং ফোর্স, ও ৪ টি মোবাইল টিম মাঠে থাকবে। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত আছেন।
এদিকে নির্বাচন সূষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে প্রশাসন।