পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রামে পড়ে মুনতাহা নামের দুই বছরের একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাহা স্থানীয় ইউনুস মোল্লার ছোট ছেলে সুমন মোল্লার মেয়ে।
আরো পড়ুন : পটুয়াখালীতে ভেসে এসেছে টর্পেডো সাদৃশ্য বস্তু
জানা যায়, ফজরের নামাজের পরে মুনতাহাকে ঘুমে রেখে বাবা-মা বাড়ির পাশেই নিজ জমিতে মুগডাল তুলতে যায়। এসময় দাদা-দাদীর চোখের আড়ালে মুনতাহা ঘুম থেকে উঠে বসত ঘরের পেছনে পুকুর পাড়ে চলে যায়। বাড়ির লোকজন ডেকে এনে মুনতাহাকে বাসায় দিয়ে যায়। এঘটনার কিছুক্ষন পরেই মুনতাহাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে রিফাত নামে মুনতাহা’র ফুফাতো ভাই ওই বাসার বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে পানি তুলতে গিয়ে দেখতে পায়। সাথে সাথে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনতাহকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : নিখোঁজের ১৭ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্বার
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, এ ধরনের খবর আমরা পাইনি।