চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছরেই দুটি বৈশ্বিক আসর আয়োজনের দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোপা আমেরিকাও বসবে দেশটিতে। এরপর ২০২৬ ফুটবল বিশ্বকাপ আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ক্রীড়াঙ্গনের বাজার ধরতে দেশটি কতটা মরিয়া সেটি তাদের এসব টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড় দেখেই বোঝা যায়। ২০২৭ সালে রয়েছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটি আয়োজনেও নিলামে নাম দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে সেখান থেকে তারা নিজেদের সরিয়ে নিয়েছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো এমন ঘোষণা দিয়েছে এমন সময়ে, যখন মেয়েদের পরবর্তী বিশ্বকাপের আয়োজক বেছে নিতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। যৌথভাবে ওই নিলামে নাম দিয়েছিল ব্রাজিল-জার্মানি এবং বেলজিয়াম-নেদারল্যান্ডস। ফলে এই দু’পক্ষের মধ্যে থেকেই নির্বাচিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক। আগামী ১৭ মে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সম্মেলনে আয়োজক চূড়ান্ত হবে।
ছেলেদের ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ নিয়ে আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন অনেক বড় উদ্যোগ। এর জন্য বাড়তি সময় পাওয়ার মাধ্যমে আমাদের প্রস্তুতি বৃদ্ধি এবং বিশ্বজুড়ে ইম্প্যাক্ট সৃষ্টিতে মনোযোগী হতে পারব।’