বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুলের নিশাত তাসনিম তানহা (১৬) নামের এক ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, আজ (২৯) আগষ্ট মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে নদীতে পা পিছলে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়।
তিনি জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু রাত ৯ টা ৪৫ পর্যন্ত এখনো খোঁজ মেলেনি।
তিনি আরও জানান, ঢাকা থেকে বরিশালে গ্রামের বাড়ি ভবানীপুরে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। বেলা ১ টার দিকে ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশে সন্ধ্যা নদীর শাখা নদী কচার ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।