শিরোনাম

গলাচিপা উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে

Views: 63

পটুয়াখালী প্রতিনিধি :: গলাচিপায় গরু চুরির হিড়িক, ১০ দিনে ১৭ চুরির অভিযোগ।

এলাকাবাসীর অভিযোগ, গত ১০ দিনে অন্তত ১৭টি গরু চুরি হয়েছে। এরই মধ্যে দুই জনকে চোর সন্দেহে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলখালি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রাম থেকে দুই জনকে আটক করা হয়েছে।

তারা হলেন- ডাকুয়া গ্রামের দেলোয়ার হোসেন ও পাশের উপজেলা চরমোন্তাজের মেনাজ বয়াতী। এসময় একটি ট্রলারও আটক করেছে স্থানীয়রা।

আরো পড়ুন : হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার

এদিকে শুক্রবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। এসময় চোরের দল গরুর মালিক বাহাদুর মৃধা নামে একজনকে পিটিয়ে আহত করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য মো. সহিদুল প্যাদা।

স্থানীরা জানান, বৃহস্পতিবার রাতে চোরের একটি সংঘবদ্ধ দল নলুয়াবাগী গ্রামের সিদ্দিক ফকিরের বাড়িতে গরু শেকল কাটছিল। এসময় ‍গৃহস্থ টের পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান। রাত দুইটার দিকে চোর সন্দেহে দুই জনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১১ জনের মনোনয়ন দাখিল

তারা জানান, গত ১০ দিনে হাকিম ফকির, বাহাদুর মৃধা ও সোহেলের দুটিসহ অন্তত ১৭টি গরু চুরি হয়েছে।

ইউপি সদস্য সহিদুল জানান, গরু চুরি ঠেকাতে ইতিমধ্যে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, গরু চোর সন্দেহে স্থানীয়রা দুই জনকে পুলিশে সোপর্দ করেছে। অন্য একটি জিডির ঘটনায় দুইটি গরু উদ্ধার করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *