চন্দ্রদ্বীপ ডেস্ক: মিরপুরে লম্বা সময় পর ফিরে এসেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর শের-ই বাংলা স্টেডিয়ামে সাদা বলের ক্রিকেট খেলেনি জাতীয় দল। দীর্ঘদিন পর বাংলাদেশ ফিরল নিজেদের প্রিয় মাঠে। সেই ফেরায় স্বস্তির এক জয়ও এসেছে বটে। তবে রেখে গিয়েছে অনেক প্রশ্ন। চলতি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার দেখা গেল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচ। ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের কল্যাণে সিরিজে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং খুব একটা খারাপ হয়নি। তবে স্বাগতিক বোলাররাই বরং উপহার দিয়েছেন নিয়ন্ত্রিত বোলিং। তাতে জিম্বাবুয়ে লক্ষ্যের খুব কাছে গিয়ে থেমেছে আবারও। তাসকিন-সাকিব-মুস্তাফিজদের আঁটসাঁট বোলিংয়ের সুবাদে কল্যাণে ১৩৮ রানে শেষ হয়েছে সফরকারীদের ইনিংস। চতুর্থ ম্যাচে বাংলাদেশের জয় ৫ রানে।
শেষ ওভারে ব্লেসিং মুজারাবানির সামনে যখন সাকিব আল হাসান বোলিংয়ে এসেছেন, তখনও ছিল শঙ্কা। একটা ছয় মেরে সেই শঙ্কা আরও বাড়ালেন এই বোলার। কিন্তু শেষ পর্যন্ত জিতল সাকিবের অভিজ্ঞতা। আগ্রাসী মুজারাবানিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন। পরের বলেই বোল্ড করেছেন রিচার্ড এনগারাভাকে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতল কঠিন করে।