চন্দ্রদ্বীপ ডেস্ক : টানা এক মাসের বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহ চলার পর গত কয়েক দিন ধরে সহনীয় পর্যায়ে রয়েছে তাপমাত্রা। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে চলতি সপ্তাহ শেষে রাত ও দিনের তাপমাত্রা আবারও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপমাত্রা বাড়লেও আগে মতো তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ মে) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এই কথা বলা হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।