শিরোনাম

রাজস্ব আয় বৃদ্ধি হলেই রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধি হবে – পটুয়াখালী জেলা প্রশাসক

Views: 56

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার বৃহত্তর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য সচিব, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সমন্বয়ে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) আয়োজনে শনিবার সকাল দশটার সময়ে, উপজেলা অফিসার্স ক্লাবে গলাচিপা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১১ ও ১২ মে /২৪ দিনব্যাপী, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ স্থানীয় সম্পদ আহরণ ও বার্ষিক বাজেট ব্যবস্থাপনা কোর্সে প্রধান অতিথি জেলা প্রশাসক হিসেবে তিনি এ কথা বলেন।

উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল- হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উল্লেখিত বক্তব্য ও নির্দেশিনা প্রাদান করেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব নূর কুতুবুল আলম।

আরো পড়ুন : পটুয়াখালীর কলাপাড়ায় আকষ্মিক বজ্রপাতে গরুর মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর যুগ্ন- পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো: সফিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার দ্বায়ীত্ব প্রাপ্ত সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রতিনিধিদের স্ব-স্ব দ্বায়ীত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদকে স্থানীয় সম্পদ আহরন ও বার্ষিকী বাজেট প্রণয়ন করে পক্ষ বিপক্ষ ভূলে নাগরিক ট্যাক্স বৃদ্ধি করে বর্তমান সরকারের লক্ষ উদ্দেশ্য ও জন- স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমী) মোঃ নাছিম রেজা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সটি সকল জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের ও দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *