প্রতিনিধি পটুয়াখালী :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া এলাকা থেকে ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খানকে সোমবার গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আনোয়ার হোসেন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মৃত গিয়াস খানের ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কমান্ডার মেজর মাসুদ রানা জানান, ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রতিবেশী হাকিম খানের ছেলে আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আনোয়ার হোসেন খান। এই হত্যাকাণ্ডের পর গা ঢাকা দেয় অভিযুক্ত ব্যক্তি। ২০২১ এই হত্যা মামলার রায়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আনোয়ার হোসেন খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় আদালত।
আরো পড়ুন : শো-ডাউন ও মিছিল দেয়ায়- দুমকিতে চেয়ারম্যান প্রার্থী মাল্টার চার কর্মী সমর্থকের জরিমানা
তিনি আরও বলেন, রায় ঘোষণার ২৩ বছর পার হলেও আসামি আনোয়ার হোসেন পলাতক ছিলো। আনোয়ার হোসেন খান এ সময় পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর দুর্গম চরাঞ্চল রাঙ্গাবালীর বড়বাইশদিয়া এলাকায় পরিচয় গোপন করে মাছ ধরার জেলে হিসেবে বসবাস করে আসছিলো। সেখানে সে বিয়ে করে সংসার শুরু এবং দুই সন্তানের জনক হয়।
র্যাবের পটুয়াখালী ক্যাম্প তথ্য উপাত্ত সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযানে যায়। ১৩ মে বিকেল পৌনে পাঁচটায় র্যাবের একটি দল রাঙ্গাবালীর বড়বাইশদিয়া থেকে আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করে এবং বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।