Views: 45
জাতীয় নারী দলের সাবেক কোচ ছোটন এবারই প্রথম লিগে কোচিং করাচ্ছেন। উঠতি খেলোয়াড়দের নিয়ে গড়া আর্মি দল এখনো লিগে অপরাজিত। ছোটনের দলে সুলতানা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন তিনি।
আর্মির আট গোলের মধ্যে সুলতানা ৪টি, তন্মিমা বিশ্বাস জোড়া, শিখা ও নওশন জাহান একটি করে গোল করেন। পক্ষান্তরে জামালপুর কাচারীপাড়া একবারও আর্মির জালে বল পাঠাতে পারেনি।
প্রথম ম্যাচটি একপেশে হলেও পরের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নারী লিগে একমাত্র প্রতিষ্ঠিত ক্রীড়া ক্লাব ফরাশগঞ্জ। সেই ফরাশগঞ্জকে ঢাকা রেঞ্জার্স ১-০ গোলে পরাজিত করেছে। ম্যাচের ৩৮ মিনিটে শান্তি মারদি একমাত্র জয়সূচক গোল