বরিশাল অফিস :: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম অচিরেই শেষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে।
শনিবার (১৮ মে) দুপুরে স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম ও আন্তর্জাতিক মানের পিচ নির্মাণের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করার কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং আধুনিকমানের ক্রিকেট পিচ নির্মাণের লক্ষ্যে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কাজ চলছে।
পরিদর্শনকালে মাঠের নানা বিষয়ে খোঁজ খবর নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ সময় বরিশাল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।