শিরোনাম

চীনের নতুন মানচিত্র, ক্ষুব্ধ ভারত

Views: 47

চন্দ্রদীপ ডেস্ক : চীনের নতুন মানচিত্র প্রকাশের পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার প্রকাশিত মানচিত্রটিতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং বিতর্কিত আকসাই চীন মালভূমিকে চীনের এলাকা হিসেবে দেখানো হয়েছে। খবর এনডিটিভির।

মানচিত্র নিয়ে মঙ্গলবার ওই দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা দেখা দেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমরা চীনের তথাকথিত ২০২৩ সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’- এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। এই মানচিত্রের মাধ্যমে ভারতের ভূখণ্ড দাবি করেছে তারা।

চীন এ ব্যাপারে সরকারিভাবে কোনো জবাব দেয়নি।

চীনের দাবিকে অযৌক্তিক বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘চীন অতীতেও মানচিত্র প্রকাশ করে অন্য দেশের ভূখণ্ডকে নিজেদের বলে দবি করেছে। এটি তাদের পুরোনো অভ্যাস।’

নয়াদিল্লি জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস পত্রিকার প্রকাশিত মানচিত্রে ভারতের দুটি অঞ্চল অন্তর্গত করেছে। ওই দুই অঞ্চল হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ ও আকসাই চীন অঞ্চল।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছে চীন। এপ্রিল মাসে রাজ্যের ১১টি স্থানকে ‘জাংনান’ বা চীনা ভাষায় দক্ষিণ তিব্বতের অন্তর্ভুক্ত বলে একটি মানচিত্র প্রকাশ করে। পশ্চিম হিমালয়ের মালভূমি আকসাই চীনকে ভারত দাবি করলেও এটি চীন দ্বারা নিয়ন্ত্রিত।

এর আগে ২০২০ সালের জুনে হিমালয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হয়েছিল। সে ঘটনায় চীন-ভারত সম্পর্ক খারাপ হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *