শিরোনাম

বরিশালের তিন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Views: 39

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে এসব প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। প্রতীক পেয়েই তিন উপজেলায় প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

এর মধ্যে বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতীক পেয়েছেন। উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনকে প্রার্থীকে প্রতীক তুলে দেওয়া হয়।

বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী প্রতীক পেয়েছেন। এ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলাম ফারুক পেয়েছেন দোয়াত কলম ও মাওলাদ হোসেন সানা মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। ছয়জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আজিজুল ইসলাম পেয়েছেন মাইক প্রতীক। বাকি চার প্রার্থীর মধ্যে ইকবাল হোসেন বই, নুরুল হুদা উড়োজাহাজ, রাহাত হোসেন টিউবওয়েল, সুলতান সিকদার চশমা ও শরীফ উদ্দিন পেয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন পাঁচজন প্রার্থী। এর মধ্যে ঝুমুর খানম পেয়েছেন প্রজাপতি ও নাজনিন হক ফুটবল প্রতীক পেয়েছেন। এছাড়া নাজমিন জাহান পলি হাঁস, বিলকিস পদ্মফুল ও সাবিনা ইয়াসমিন পেয়েছেন কলস প্রতীক পেয়েছেন।

উজিরপুর উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতীক পেয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ সিকদার বাচ্চু পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। এছাড়া আবুল কালাম আজাদ আনারস, হাফিজুর রহমান কাপ পিরিচ ও সুখেন্দ শেখর বৈদ্য দোয়াত কলম প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে অপূর্ব কুমার বাইন পেয়েছেন টিউবওয়েল প্রতীক। এছাড়া বাকি দুই প্রার্থীর মধ্যে এ বি এম মিজানুর রহমান সবুজ পেয়েছেন মাইক ও রফিকুল ইসলাম পেয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে মোর্শেদা পারভিন ফুটবল ও সীমা রানি শীল কলস প্রতীক পেয়েছেন।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সাতজন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ফারজানা বিনতে ওহাব আনারস ও সর্দার মো. খালেদ হোসেন কাপ পিরিচ প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে ওবায়দুল হক জুয়েল তালা, ইকবাল আহমেদ টিউবওয়েল ও হাদিসুর রহমান খান পেয়েছেন লাঙল প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যানের দুই প্রার্থীর মধ্যে মৌরিন আক্তার আশামনি হাঁস ও রিফাত জাহান তাপসী ফুটবল প্রতীক পেয়েছেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে আমরা অতীতের মতো বদ্ধপরিকর।

প্রসঙ্গত: এবার নির্বাচনে বানারীপাড়ায় আটটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪ জন, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরে নয়টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার এক লাখ ১৩ হাজার ৩৮৭ জন, নারী ভোটার এক লাখ আট হাজার ৮৬৯ জন ও একজন হিজড়া। বাবুগঞ্জে ছয়টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১ জন, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছেন।

বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় নির্বাচন চতুর্থ বা শেষ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *