পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় সাগরের জোয়ারের পানিতে ভেসে গিয়ে শরীফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ রোববার উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর প্লাবিত হলে সেখানে বসবাসরত স্বজনদের বাঁচাতে দিয়ে তার মৃত্যু হয়।
আরো পড়ুন : স্মার্ট, উন্নত ও মানবিক দুমকী বিনির্মাণের রুপরেখা ঘোষণা করলেন চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান মিজান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। আজ দুপুর ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে কাউয়ারচরে যান। এ সময় ওই এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত ছিল। স্বজনদের সাঁতরে উদ্ধারের সময় ঢেউয়ের তোড়ে ভেসে যান শরীফ। প্রায় ঘণ্টা খানেক পর ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলো পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।