চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে চলমান ইসরায়েলি বর্বরতা নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড়। এ নিয়ে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ। কয়েকদিন ধরে ‘অল আইস অন রাফা’ অর্থাৎ সবার দৃষ্টি রাফায়- এমন উক্তি সম্বলিত একটি ছবি শেয়ার করে গণহারে নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন বলিউড তারকারা। এতে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানান কারিনা, প্রিয়াঙ্কা, আলিয়া ভাটসহ অনেকেই। এবার রাফায় চলা এই গণহত্যা নিয়ে সরব হতে দেখা গেলো টালিউড তারকাদের। সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় ও অভিনেত্রী তৃণা সাহা।
কমলেশ্বর মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রাফা সম্বন্ধে এই পরিচালক জানান, দিনের পর দিন চলা রাফা বাসিন্দাদের ওপর ইসরায়েলের অত্যাচার-অন্যায়ের বিরুদ্ধে সবার প্রতিবাদ জানানো উচিত। তিনি বলেন, ‘দু’দিন ধরে যে ঘটনা ঘটছে, তা নিন্দনীয় ও ঘৃণ্য। মানবাধিকার লঙ্ঘন একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। তাই অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করা উচিত।’