পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরে এই দুর্ঘটনা ঘটে।
প্রাইভেট পড়ে যাওয়ার সময় শহরের টাউন কালিকাপুর মডেল মসজিদ মোড়ে ইজিবাইকে গলা ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। মোহনা শহরের শিমুল বাগ এলাকার রাসেল মুন্সর মেয়ে।
আরো পড়ুন : পটুয়াখালীর আবাসিক হোটেলে মিলল সাবেক বন কর্মকর্তার মরদেহ
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার গলায় থানা ওড়নায় ফাঁস লাগে। তাকে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক শামিমা নাসরিন জানান, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়।
পটুয়াথালী সদর থানার উপ-পরিদর্শক মো. হিরন জানান, খবর পেয়ে হাসপাতালে এসে সুরাতহাল রিপোর্ট করেছেন। এতে গলায় দাগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।