চন্দ্রদীপ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করার ঘটনা নতুন কিছু নয়। তবে বড় ইভেন্টের আগে নেপালের বিপক্ষে প্রথম এমন ঘটনা ঘটায় পাকিস্তান। সেই ম্যাচটির আগে তারা ১৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও একই কাজ করলো বাবর আজমের দল। ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই তারা একাদশ ঘোষণা করেছে। এর আগে নেপাল তুলনামূলক দুর্বল হওয়ায় পাকিস্তানের অগ্রিম একাদশ ঘোষণায় চমক থাকলেও, তেমন অস্বাভাবিক মনে হয়নি। এবার ভারতের বিপক্ষে তারা সাহসই দেখিয়েছে বলা চলে!
আগামীকাল (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে পাকিস্তান। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৬তম আসরের যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল।