শিরোনাম

বাউফলে বোরকা পরে ঘোরাফেরা করা পুরুষের সন্ধ্যানে পুলিশ

Views: 85

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে বোরকা পরে ঘোরাফেরা করা এক পুরুষকে খুঁজছে পুলিশ৷ এর আগে বোরকা পরে পৌর শহরের গোলাবাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় তিনি স্থানীয়দের নজরে পড়েন।

রোববার (১৬ জুন) দুপুরে গোলাবাড়ি এলাকায় বাউফল থানা পুলিশের একটি টিম ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে পৌর শহরের ২নং ওয়ার্ড গোলাবাড়ি বেইলি ব্রিজের ঢালে বোরকা পরিহিত একজন পুরুষ ঘোরাফেরা করছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে। তখন এই এলাকার বাসিন্দা জাকির হোসেন স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ঘটনাটি জানাজানি হলে চুরি ডাকাতি ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীতে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নেয় এবং তাকে পালাতে সহযোগিতা করা জাকির হোসেনের বাড়িতে যায়। বাড়ি ও আশপাশে কোথাও তাকে খুঁজে পায়নি পুলিশ। পরবর্তীতে এই জাকিরের পরিবারকে থানায় দেখা করা নির্দেশ দেয় পুলিশ। তবে এই সংবাদ লেখা পর্যন্ত (বিকেল ৫ টা) জাকিরের পরিবারের কেউ থানায় যোগাযোগ করেনি।

আরো পড়ুন : পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহান খান বলেন, সম্প্রতি বাউফলে অনেক চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন পুরুষ বোরকা পরে ঘোরাফেরা করার বিষয়টি এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। অতি দ্রুত ওই ব্যক্তিকে চিহ্নিত করে সত্য ঘটনা উদঘাটন করা উচিত।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘ঈদ আগের দিন বোরকা পরে ঘোরাফেরা করার বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। তাই ওই ব্যক্তির ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। তার সম্পর্কে জানতে জাকিরের সন্ধান করে তাকেও আমরা বাসায় পাইনি। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।’

অন্যদিকে ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, ‘এলাকার নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। বোরকা পরে ঘোরাফেরা করা পুরুষ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *