শিরোনাম

স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে – এস.এম. শাহজাদা

Views: 51

পটুয়াখালী প্রতিনিধি :: জাতির জনকের স্বপ্ন পূরণে ফুটবল-ক্রিকেট-ক্রীড়া সংস্কৃতিতে স্মার্ট খেলোয়ার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বললেন-এস.এম. শাহজাদা (এমপি)।

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের দুইবার বিপুল ভোটে নির্বাচিত ও জন মানুষের নেতা এস.এম. শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে দর্শক ক্রীড়ামোদী খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২১ জুন) বিকাল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

আরো পড়ুন : কুয়াকাটায় এলজিএডির প্রধান প্রকৌশলীর প্রটোকলে থাকা অবস্থায় বরগুনার প্রকৌশলীর মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, আ’লীগ নেতা মো. সামসুজ্জামান লিকন, জেলা পরিষদ সদস্য মো. মাঈনুল ইসলাম রনো, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস সহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় সূধী, গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মোট ১৩টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা একাদশ ও গজালিয়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু বকর শিবলী সহ সংস্থার প্রতিনিধিরা। উদ্বোধনী খেলা দেখতে শত শত দর্শক ও সমর্থকেরা মাঠের চারপাশে ভিড় জমায়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *