শিরোনাম

খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত

Views: 54

“নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম “এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক যোগব্যায়াম অর্থাৎ ইয়োগা দিবস উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের বর্ণিল আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
শনিবার ২২জুন ভোর সাড়ে ৫টায় খাগড়াছড়ি জিরোমাইল থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ধরনের যোগব্যায়ম প্রদর্শন করা হয়। ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র উপ-মহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা বলেন, ইয়োগা বা যোগব্যায়ম হল শরীর আর মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি। জেলার বিভিন্ন স্থান থেকে ইয়োগা প্রশিক্ষণার্থীরা যোগ দিয়েছে ।

শুদ্ধ যোগচর্চার প্রসারে প্রাচীন ইয়োগা খাগড়াছড়িতেও ধারাবাহিক কাজ করে যাচ্ছে, এরই স্বীকৃতি এবারের আন্তর্জাতিক ইয়োগা দিবস ব্যাপক মানুষকে আন্দোলিত করবে, ইয়োগা সম্পর্কে আগ্রহী করে তুলবে, যা সকলেই শুদ্ধ যোগ চর্চাকে আরও প্রসারিত করবে।

ইয়োগা দিবস উদযাপন উপলক্ষে ইয়োগার বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা ও যোগব্যায়াম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, ডাক্তার রাজর্ষী চাকমা, প্রশিক্ষক অর্পন বিকাশ ত্রিপুরাসহ ইয়োগা প্রশিক্ষণার্থীরা অংশ নিয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *