জানা গেছে, অভিনেত্রীর স্বামীর নাম হৃদয় চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী। গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। বিয়ের পরে বর্তমানে শ্বশুরবাড়িতেই আছেন আইরিন।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইরিন আফরোজ বলেন, ‘গত বছরের মে মাসে আমার বাবা ব্রেন স্ট্রোক করেন। তার মৃত্যুর পরে সিদ্ধান্ত নেই বিয়ে করব।’
অভিনেত্রী জানান, দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের সঙ্গে। এরপর গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে করেছেন দুজন। পারিবারিকভাবেই হয়েছে সকল আয়োজন।
আইরিন বলেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি কেউ বেঁচে নেই। হৃদয়ের বড় ভাইয়েরাও দেশের বাইরে থাকেন। সবাই একসঙ্গে হলে বড় করে একটা আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, ২০১৪ সালের দিকে টিভিসির মাধ্যমে বিনোদন মাধ্যমে পা রাখেন আইরিন আফরোজ। তারপর অভিনয় করেছেন অসংখ্যা ধারাবাহিক ও একক নাটকে।
উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘কলিং বেল’, ‘বকুলপুর’, ‘শারীরিক শিক্ষা’, ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’, ‘চোরে চোরে প্রেম’, ‘চুল পাকা’, ‘ছোট দেবর’, ‘অভাব’, ‘প্রেমপত্র’, ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’, ‘সাবলেট গুবলেট’, ‘তিন শব্দের মেসেজ’।