পটুয়াখালী প্রতিনিধি :: দলীয় নির্দেশনা উপেক্ষা করে কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলীয় পদ হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা জয়েন্ট সেক্রেটারি ও ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী।
মঙ্গলবার (১৮ জুন) প্রেরিত ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি স্বাক্ষরিত এক অব্যাহতিপত্রের মাধ্যমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
এর আগে ৪ জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তাকে।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, হেদায়েত উল্লাহ জিহাদী ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার ২০২৩-২৪ সেশনের জয়েন্ট সেক্রেটারিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এ সত্ত্বেও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের আমীরের কঠোর নিষেধাজ্ঞা ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন তিনি। এ ব্যাপারে জেলা কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তার জবাবে তিনি মিথ্যার আশ্রয় নেন এবং সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হয়েছেন।
আরো পড়ুন : বসত ঘরে দেখা মিলল রাসেলস ভাইপার – আতঙ্কে গলাচিপাবাসী
নির্বাচনে প্রচারণা ও ভোট চাওয়ার বিষয় জানতে চাইলে হেদায়েত উল্লাহ জিহাদী বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে জনগণকে নির্দিষ্ট একজন প্রার্থীকে ভোট দিতে বলেছি। তবে ষড়যন্ত্র করে আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয় ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে প্রচারণা ও ভোট চাওয়ার বিষয়ে সত্যতার প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী গত বছরের ১৬ মার্চ অনুষ্ঠিত কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের জেলা জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে ছিলেন।