শিরোনাম

দক্ষিণাঞ্চলকে গ্যাস সরবরাহ করাসহ দুই দফা দাবিতে মানববন্ধন নাগরিক আন্দোলন কমিটির

Views: 49

পটুয়াখালী প্রতিনিধিঃ ভোলায় উৎপাদিত গ্যাস দক্ষিণাঞ্চলকে সরবরাহ করাসহ দুই দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি।

শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক মোতালেব মোল্লা, যুগ্ম আহবায়ক মুফতি সালাহউদ্দিন,  সদস্য জালাল আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলা ভোলার বিভিন্ন গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাস বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই প্রতিশ্রুতির বিপরিতে গিয়ে গ্যাস ঢাকা, আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে সরবরাহের জন্য  গত ২১ মে বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকোর সাথে চুক্তি করে বাপেক্স।

এ চুক্তি দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বপ্নকে বহুগুন পিছিয়ে দেবে। পদ্মা সেতু হওয়ার পরেও বরিশাল সহ দক্ষিণাঞ্চলে শিল্পের বিকাশ না হওয়ার অন্যতম কারন জ্বালানী সংকট। দক্ষিণাঞ্চলের উন্নয়নে কৃষিভিত্তিক বহুমূখী ও রপ্তানিযোগ্য শিল্পের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে গ্যাস ভিত্তিক ইপিজেড তৈরি ও শিল্প-কলকারখানায়  স্বল্পমূল্যে গ্যাস সরবরাহের কোন বিকল্প নাই। একই সাথে আবাসিক খাতে স্বল্পমূল্যে গ্যাস সংযোগ দিলে জীবন মানে সত্যিকারের পরিবর্তন আসা সম্ভব।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *