Views: 42
চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স: ভাইজানের ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘টাইগার-৩’।
এরই মধ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩’ সিনেমার পোস্টার সিনেমাপ্রেমীদের মনে তুমুল সাড়া ফেলেছে। ঘোষণা করা হয়েছে চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
পোস্টারে দেখা যাচ্ছে সালমান ও ক্যাটরিনা ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে। টাইগার রূপে সালমান, সঙ্গে গলায় অতিপরিচিত স্কার্ফ।
‘পাঠান’ মুক্তির পর থেকেই ‘টাইগার-৩’ নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছিল। এটিই ‘পাঠান’-এরপর এর ‘স্পাই ইউনিভার্স’-এর পঞ্চম সিনেমা হতে চলেছে।