শিরোনাম

বরিশাল বোর্ডের এইচএসসি পরীক্ষার্থী ৬৬ হাজার

Views: 58

বরিশাল অফিস :: বরিশাল বোর্ডের অধীনে এ বছর ৬ জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৬ হাজার ৫৬২ জন শিক্ষার্থী। আগামী রোববার (৩০ জুন) বোর্ডের ১৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩৪১ টি কলেজের এসব শিক্ষার্থীরা। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫৬ হাজার ৭৭০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৭৯, প্রাইভেট পরীক্ষার্থী ১ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ৫১২ জন।

আর গেটা বরিশাল বিভাগের ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৫৩৬ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৮ হাজার ২১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩২ হাজার ১০৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৪৫৫ জন। আগামী ৩০ জুন এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে।

যেখানে ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হবে। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২১ আগস্ট।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার বোর্ডের ৩৫টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করবে। এ ছাড়া প্রতি জেলায় ২টি কোনো জেলায় ৩টি করে মোট ১৮টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করবে।

আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা শিক্ষা বোর্ডের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালে সময় নিচের বিধিনিষেধ জারি থাকবে।

পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশ এলাকার ২০০ গজের মধ্যে কোন ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল মিটিং, ইট পাথর সংগ্রহ ও বহন, অস্ত্র গোলাবারুদ ও বিষ্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো হলো : বরিশাল সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ-১০১, বরিশাল সরকারি মহিলা কলেজ-১০২, সরকারি বরিশাল কলেজ-১০৩, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ-১০৪, বরিশাল ইসলামিয়া কলেজ-১০৫, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ-১০৬, অমৃত লাল দে কলেজ-১০৭, আবদুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ কাউনিয়া-১০৮, আলেকান্দা সরকারি কলেজ-১০৯, বরিশাল সিটি কলেজ-১৬৯, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ-১১০, বরিশাল ক্যাডেট কলেজ বাবুগঞ্জ -১১২।

আলিম পরীক্ষা কেন্দ্রগুলো হলো : কাউনিয়া বালিকা আলিম মডেল মাদ্রাসা-৫২০, বাঘিয়া আল আমিন ফাজিল মাদ্রাসা-৫২৯।

ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রগুলো হলো : মডার্ণ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-৪২০৩০, ইসলামিয়া কলেজ -৪২০৪১ এবং বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *