শিরোনাম

পবিপ্রবিসাসের উপদেষ্টা হলেন আনিসুর রহমান

Views: 71

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একমাত্র সংগঠন পবিপ্রবিসাস এর এক কার্যকরী সভায় সকলের সম্মতিক্রমে এবং গঠনতন্ত্রের ধারা ৯(৪) মোতাবেক বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনিসুর রহমানকে উপদেষ্টা মনোনয়ন করা হয়।

উল্লেখ্য যে আনিসুর রহমানের নিয়োগের মধ্যে দিয়ে এই প্রথম পবিপ্রবির শিক্ষকদের বাইরে সাবেক কোনো শিক্ষার্থী উক্ত পদে মনোনীত হন এবং পূর্বে আনিসুর রহমান পবিপ্রবিসাসের সাবেক ও প্রথম সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এই নিষ্ঠার পুরষ্কার স্বরুপ তাকে পবিপ্রবিসাসের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয়।

আরো পড়ুন : দুমকী জনতা কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ – আহত-৫

ইতিপূর্বে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টার সমন্বয়ে পবিপ্রবিসাসের উপদেষ্টা প্যানেল কার্যকর ছিল। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পাঁচজন।

এ ব্যাপারে আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিক সমিতি তার সবচেয়ে আপন সংগঠন। তাই সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাকে মনোনীত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পবিপ্রবিসাসের সাবেক এই সভাপতি বিশ্বাস করেন পুর্বের ন্যায় নতুন দায়িত্বেও তিনি তারা পেশাদারিত্ব বজায় রাখবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *