মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীতে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভোলাসহ দক্ষিণাঞ্চলের ৯টি জেলার কলকারখানা ও আবাসিক খাতে সংযোগ দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমরেড মোতালেব মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট জহিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন পটুয়াখলীর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুফতী সালাহউদ্দিন, যুগ্ম সদস্য সচিব মাহফুজা ইসলাম, যুগ্ম সদস্য সচিব সুভাষ চন্দ, সাংবাদিক জালাল আহমেদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৯৯৫ সালে ভোলার বোরহান উদ্দিন উপজেলার শাহবাজপুরে সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর পর্যায়ক্রমে ভোলা সদর উপজেলায় ভোলা উত্তর নতুন আবিষ্কৃত ইলিশা-১ গ্যাসক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. (বাপেক্স) এর তত্ত্বাবধানে মোট ৯টি কূপে বিপুল পরিমাণ গ্যাস (প্রায় ৩ টিসিএফ) আবিষ্কার করা হয়।
এ গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে পাইপলাইনের মাধ্যমে ভোলাসহ দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুরসহ নয়টি জেলার কলকারখানায় ও আবাসিক খাতে সংযোগ দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সরকার এ দাবি উপেক্ষা করে চলতি বছরের ২১শে মে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকোর সঙ্গে ভোলার গ্যাস ঢাকা, আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংসহ অন্যত্র সরবরাহের জন্য ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি পদ্মা সেতুর সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলের উন্নয়নে মুখ থুবড়ে পড়বে। তাই দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভোলাসহ দক্ষিণাঞ্চলের জেলা সমূহের কলকারখানায় ও আবাসিক খাতে সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রধানের কাছে জোর দাবি করেন বক্তারা। সভায় উক্ত দাবি বাস্তবায়নের জন্য ১৯শে সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করার আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পশ্চিম গেটে এক সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।