শিরোনাম

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

Views: 48

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে প্রায় নয় হাজার লিটার নিষিদ্ধ চাইনিজ বিয়ারের ২৭ হাজার ক্যানসহ ৩ যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৮ জুন) ভোররাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)।

বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের চাইনিজ ঠিকাদারী প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত। রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক।

আরো পড়ুন : পায়রার ১ ইউনিট বন্ধ – দক্ষিণে দৈনিক ৭ ঘণ্টা লোডশেডিং

পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে অবৈধ বিয়ার জব্দ করা হয়। প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা ৮ হাজার ৮শ’ ৭০ লিটার। জব্দকৃত এসব বিয়ারের বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবেচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *