চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে ২০১৫ সালে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।