বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়ায় দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে নাগরিক ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার নিন্দা এক যুক্ত বিবৃতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডাঃ মনীষা চক্রবর্তী এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়ায় দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন,শনিবার (২৯ জুন ) দুপুর ২ টার দিকে টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে সাহেবের হাট কবি নজরুল ক্লাবের সামনের সড়কে টুংগিবাড়িয়াসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও নকলমুক্ত পরীক্ষার দাবিতে এক মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালীন চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আবদুর রহমান টিটুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী হামলা করে ব্যানার ছিনিয়ে নিয়ে যাওয়া হযেছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ব্যানার ছাড়াই নেতৃবৃন্দ কর্মসূচি চালিয়ে গেলে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী এসে আবারও হামলা করতে উদ্যত হলে পুলিশ এসে তাদের বাধা দেয়।
নেতৃবৃন্দরা আরও বলেন, টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক পরিষদের নকল ও দুর্নীতিমুক্ত পরীক্ষার দাবিতে কর্মসূচিতে এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই হামলা দুর্নীতিবাজ ও নকলবাজদের পক্ষে করা হয়েছে এতে কোন সন্দেহ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে টুংগিবাড়িয়া ইউনিয়ন নাগরিক পরিষদের নকলবিরোধী কর্মসূচিতে হামলাকারীদের শাস্তি দাবি করেন ও টুংগিবাড়িয়াসহ সকল পরীক্ষার কেন্দ্রে দুর্নীতি ও নকলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচির সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আহসান হাবীব অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমানের মদদে মানববন্ধন কর্মকসূচিতে হামলা চালানো হয়েছে। অভিযোগের ব্যাপারে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বলেন, হামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।