বরিশাল অফিস :: বরগুনার আমতলী উপজেলার টেপুরা গ্রামে একই বাড়ির ৫ সদস্যদের নেশাদ্রব্য খাইয়ে অচেতন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার টেপুরা গ্রামের তুষার প্যাদা মোটরসাইকেল চালিয়ে রাত ৯ টার বাড়ি ফেরেন। দরজা খুলতে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ দিচ্ছিলেন না কেউ। পরে নিজে ঘরের দরজা খুলে দেখতে পান পরিবারের ৫ সদস্য সবাই অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থরা হলেন- পিয়ারা বেগম (৭০), রুবেল (৩০), মৌসুমী (২৫), লিমা (২৬) ও তাসমিম (১০)।
তুষার প্যাদা বলেন, রাতের আধারে দুর্বৃত্তরা ঘরের খাবারের সঙ্গে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। ঐ খাবার খেয়ে ঘরের সবাই অজ্ঞান হয়ে পরে। শনিবার সকালে ঐ খাবার একটি বিড়াল খেয়েছে। বিড়ালটিও অসুস্থ হয়ে পরেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খাঁন বলেন, খাদ্যে নেশা জাতীয় খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে পরেছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।