বরিশাল অফিস :: আজ রোববার শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ভোলার লালমোহন উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসবে ১ হাজার ৯১১জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। যার মধ্যে সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ৩২৯জন, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ২৫৩জন, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় কেন্দ্রে ৫০৪জন, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (কারিগরি/বিএম/বিএমটি) ৪৯৯ জন এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৩২৬ জন আলিম শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
লালমোহন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষার নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া কেন্দ্রভিক্তিক ট্যাগ অফিসার নিয়োগ ও ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, এইচএসসির প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা প্রথমদিনে অনুষ্ঠিত হবে।