Views: 26
চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা দল প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই দলের একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ছয় খেলোয়াড়। তবে রানার্সআপ হওয়া দল দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড় এতে নাম লেখাতে পারেননি। এছাড়া সুপার এইটে খেলা বাংলাদেশের কারও জায়গা হয়নি। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আফগানিস্তানের একাধিক খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন।
টুর্নামেন্ট সেরা দলের একাদশে যারা রয়েছেন—
- ১। রোহিত শর্মা (ভারত)
- ২। রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
- ৩। নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
- ৪। সূর্যকুমার যাদব (ভারত)
- ৫। মার্কোস স্টোনিস (অস্ট্রেলিয়া)
- ৬। হার্দিক পান্ডিয়া (ভারত)
- ৭। অক্ষর প্যাটেল (ভারত)
- ৮। রশিদ খান (আফগানিস্তান)
- ৯। জাসপ্রিত বুমরাহ (ভারত)
- ১০। আর্শদীপ সিং (ভারত)
- ১১। ফজলহক ফারুকী (আফগানিস্তান)
সেরা খেলোয়াড়দের এই তালিকায় দ্বাদশ (১২তম) খেলোয়াড় হিসেবে জায়গা দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান গতি তারকা এনরিখ নখিয়াকে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০ দলের এই বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। এরমাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর বিশ্ব মঞ্চে শিরোপার দেখা পেয়েছে ম্যান ইন ব্লুরা।
এবারের বিশ্বকাপের ফাইনালে খেলা ভারত ও দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্ব ও সুপার এইটের কোনো ম্যাচে হারেনি । কিন্তু ফাইনালে গিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের রথ থামায় টিম ইন্ডিয়া।