পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার ব্যবসায়ীদের অন্যতম বৃহত্তম সংগঠন দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২০২৪-২০২৬ ইং দুই বছর মেয়াদের পরিচালনা পর্ষদের নতুন কমিটির শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) বেলা ১১ টায় দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পর্ষদের গঠিত নতুন কমিটির সভাপতি আবুল কালাম আযাদ, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান খান ও সহ-সভাপতি মো.মিজানুল আলম স্বপন মৃধাসহ ২১ জন পরিচালক সদস্যকে শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
আরো পড়ুন : বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম সোয়েব। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চেম্বারের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আযাদ, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান খান ও সহ-সভাপতি মো.মিজানুল আলম স্বপন মৃধা। নির্বাচন বোর্ডের সদস্য জিএম জাফর কিরনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন চেম্বারের পরিচালক সদস্য মো. রেজাউল করিম।
অন্যান্য নির্বাচিত পরিচালনা পর্ষদের ১৮ জন সদস্যরা হলেন যথাক্রমে- মো. রিয়াজ মৃধা, একেএম খায়রুল আহসান খায়ের, খন্দকার নুরুল ইসলাম সেলিম, খায়রুন্নাহার লাকি, শিবু লাল দাস, মো. হেলাল উদ্দিন, মো. ফারুক মৃধা, দেলোয়ার হোসেন আকন, সঞ্জয় কর্মকার, মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি, আরিফুর রহমান সোহাগ, মো. রেজাউল করিম, মো. কাওসার হোসাইন, মো. জামাল হোসেন, আরেফুর রহমান সেলিম, মো. কামরুজ্জামান টিপু, মো. ইমরান হোসেন ও মো. রেজাউল করিম শুভ।