পটুয়াখালী প্রতিনিধি :: আগামীতে রাঙ্গাবালী উপজেলা হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট, বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রতিটি ইউনিয়নের সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। চরহেরা, জাহাজমারা, সোনার চরে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সাইক্লোন সেল্টার নির্মাণ করে দিচ্ছি পর্যটকরা যাতে এই সাইক্লোন সেন্টার ব্যবহার করতে পারে।
পটুয়াখালী রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব।
আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে কারাগারে বিএনপি নেতা
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ২’শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।