শিরোনাম

পিরোজপুরে সাগরে ট্রলার ডুবির ঘটনায় দু’দিন ধরে নিখোঁজ ৫ জেলে

Views: 32

বরিশাল অফিস ::  ঢেউয়ের আঘাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ‘এফবি ভাই ভাই’ নামের একটি ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলে দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ জুন) রাত সোয়া ১১টার দিকে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার ছোটমাছুয়া গ্রামের ইমাদুল হক আকন (৫২), আল আমিন শাহ (২৬), বাহাদুর আকন (২২), জুয়েল শাহ (২৪) ও ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রামের আব্দুর রহমান (৫০)।

এফবি ভাই ভাই ট্রলারের মালিক নজরুল ইসলাম মাঝি জানান, গত ২৬ জুন বিকেলে উপজেলার তুষখালী বাজার থেকে ১২ জন জেলে ও মাঝি নিয়ে ট্রলারটি মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। গত রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরছিল। রাত সোয়া ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১২ জন জেলে ও মাঝি পানিতে পড়ে ভাসতে থাকেন।

রোববার দিবাগত রাত তিনটার দিকে একটি মাছ ধরার ট্রলার সাত জনকে উদ্ধার করে পটুয়াখালীর মহীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান। বাকি পাঁচ জেলে ঘটনার পর নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলে মোশারেফ শাহ বলেন, গতকাল সোমবার (১ জুলাই) বেলা ১২টার দিকে আমাদের সাত জনকে নিয়ে উদ্ধাকারী ট্রলারটি মহীপুর পৌঁছে। ট্রলার ডুবির পর আমরা প্রায় চার ঘণ্টা বঙ্গোপসাগরে ভেসে ছিলাম। দীর্ঘসময়ে ভেসে থাকায় সবাই অসুস্থ হয়ে পড়েছি। মহীপুরে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে বাড়ির উদ্দেশে রওয়ানা করব।

নিখোঁজ জেলে বাহাদুর আকনের বড় ভাই সোহেল আকন বলেন, নিখোঁজ জেলেদের দুই দিনেও খোঁজ মিলেনি। জানি না আমার বাহাদুর বেঁচে আছে কি না।

উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল বলেন, আমরা সোমবার এ বিষয়ে খবর পেয়েছি। এখন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ওই জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি হয়। আমরা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *