পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল সড়কের সামনে বাংলাবাজার থেকে গাছবাহী ট্রলি পৌঁছায়। এ সময় আটোরিকশাটি মূল সড়কে ওঠার সময় সংঘর্ষ হয়। এতে করে ট্রলি উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে ট্রলিটির চালক জাকির, সহযোগী জাহির, হেল্লাল ও বশার আহত হন। পরে আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।
আরো পড়ুন : এক সপ্তাহ পর ফের উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।