পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।
সোমবার (১ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
গত ৫ দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উপকূলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজি চাষিরা।
আরো পড়ুন : দশমিনায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে আহত ৪
এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমাল তৈরি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।