বরিশাল অফিস :: জেলা ডিবি পুলিশের অভিযানে দুই হাজার চারশ’ পিচ ইয়াবাসহ মিরাজ মৃধা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার ডিবির ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরাজ মৃধাকে আটকের পর তার দেহ তল্লাশী চালিয়ে দুই হাজার চারশ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মিরাজ পিরোজপুরের ভান্ডারিয়া থানার মাটিভাংগা গ্রামের তোকাচ্ছের আলী মৃধার ছেলে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।